ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় টেস্ট জয় বাংলাদেশের

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতল বাংলাদেশ। শনিবার (২ ডিসেম্বর) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে সিলেটে সফরকারীদের বিপক্ষে ১৫০ রানের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।


২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে স্মরণীয় প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে কিউইদের তাদের মাটিতে হারানোর কীর্তি সেটিই প্রথম ছিল। এবার ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় পেল টাইগাররা।


২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। নতুন নিয়মে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।


দুই ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই জয় পেলেন তিনি।


প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর


ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী।


ম্যান অফ দ্যা ম্যাচ: তাইজুল ইসলাম।


নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৭১.১ ওভারে ১৮১, লক্ষ্য ৩৩২ ( প্যাটেল ০*; সোধি ২২, সাউদি ৩৪, মিচেল ৫৮, জেমিসন ৯, ব্লান্ডেল ৬, কনওয়ে ২২, নিকলস ২, উইলিয়ামসন ১১, ল্যাথাম ০)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১০০.৪ ওভারে ৩৩৮ (মিরাজ ৫০*, শরিফুল ১০, নাঈম ৪, তাইজুল ০, সোহান ১০, মুশফিকুর ৬৭, দীপু ১৮, শান্ত ১০৫; জাকির ১৭, জয় ৮, মুমিনুল ৪০), লিড ৩৩১ রানের। 


বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৫.১ ওভারে ৩১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)


নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০১.৫ ওভারে ৩১৭ (এজাজ প্যাটেল ১*; ল্যাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫)।

ads

Our Facebook Page